কেন্দ্র আজ ফের আলোচনায় বসতে পারে কৃষক নেতাদের সঙ্গে
বেস্ট কলকাতা নিউজ : কেন্দ্রের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের আজ ফের একবার আলোচনা হতে পারে নয়া কৃষি আইন নিয়ে। আট দফার আলোচনাতেও সমাধান অধরাই থেকেছে এর আগে। আজ ফের কেন্দ্রীয় মন্ত্রীরা আরো একবার আলোচনায় বসতে পারেন আন্দোলনকারী কৃষকদের সঙ্গে। তবে আজ মূলত আলোচনার সম্ভাবনা রয়েছে কৃষকদের আগামী ২৬ জানুয়ারির প্রস্তাবিত ট্রাক্টর মিছিল নিয়েই। এদিকে মোদী সরকারও রীতিমতো উদ্বেগে রয়েছে প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের এই কর্মসূচি ঘিরে।
প্রসঙ্গত, নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ২৬ জানুয়ারি কৃষকরা দিল্লিতে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছেন। কৃষকদের সংগঠন আগেই ঘোষণা করেছে ওই দিন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে কৃষকরা হাজার-হাজার ট্রাক্টর নিয়ে মিছিল করে দিল্লিতে পৌঁছোবেন বলেও। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারও একরকম উদ্বিগ্ন হয়ে পড়েছে ট্রাক্টর মিছিল নিয়ে। তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এও মনে করেন, ওই দিন কৃষকরা এমন কোনও পদক্ষেপ করবেন না যাতে কোনো রকম বিঘ্ন ঘটে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে।