কেন কেন্দ্রীয় সরকার পাস করছে না ” অপরাজিতা বিল” এর প্রতিবাদে তুমুল বিক্ষোভ কর্মসূচি দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : নারী সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পাশ করেছেন ” অপরাজিতা বিল ” আর এই বিল নানান টালবাহনায় পাস করছে না কেন্দ্রীয় সরকার। তাই বাধ্য হয়ে গোটা বাংলা জুড়ে বিক্ষোভ করলো প্রদর্শন মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান নানান টালবাহনায়, কেন্দ্রীয় সরকার পিছিয়ে দিচ্ছে অপরাজিতা বিল কে পাস করা। এদিকে যারা সারা রাজ্যজুড়ে মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন আজ তারাই এই বিল পাস করতে চরম গরিমাসি করছেন। তাই আজ আমরা এই দ্বিচারিতার প্রতিবাদে সারা বাংলার সাথে সাথে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসও বিক্ষোভ প্রদর্শন করলাম । যাতে অবিলম্বে এই অপরাজিতা বিল পাস করা যায়। কেন্দ্রীয় সরকার দিনের পর দিন ক্রমশ পিছিয়ে দিচ্ছে ” অপরাজিতা বিল ” পাস করার সময়। আবার অন্যদিকে সারা রাজ্য এমনকি সারা দেশেও মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের কারণে বিক্ষোভ প্রদর্শন করছে এই দুমুখো আচরণ মেনে নেওয়া যায়না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল ” অপরাজিতা ” কে পাস করার জন্য নিজেও যথেষ্ট চিন্তা করে এগিয়েছেন। কেন্দ্রীয় সরকার সেটা বুঝতে পেরেই দিনের পর দিন পিছিয়ে দিচ্ছে এই অপরাজিতা বিল পাস করার দিন। আজকের দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস এর বিপক্ষে তীব্র প্রতিবাদ জানাচ্ছে, আমাদের দাবি যত দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব হয় এই অপরাজিতা বিল পাস করা হোক। এই বিল পাস করা গেলে সারা ভারতে মহিলাদের সুরক্ষা অনেকটাই বেড়ে যাবে বলে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

এদিন তিনি আরো জানান, আমাদের সবাইকে সচেতন হতে হবে যাতে আরজি করার মতো ঘটনা আর ভবিষ্যতে কোন অসহায় বোনের সাথে না ঘটে। তার জন্য আমাদের সবাইকে সচেতন হয়ে থাকতে হবে সচেতন হয়ে বাঁচতে হবে। আমি নিজে একজন মহিলা হয়ে বুঝি মহিলাদের সুরক্ষা ঠিক কতখানি দরকার , তাই আজকে অন্যদের সাথে আমারও দাবি যত শীঘ্র পারা যায় এই অপরাজিতা বিল কে পাস করা হোক। যাতে মহিলারা রাস্তাঘাটে বের হয়ে নিজেদের নিরাপদ ভাবতে পারেন। কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে না এই বিল পাস করতে, তাই দিনের পর দিন টালবাহানা দেখিয়ে চলেছে। সারা বাংলার একটাই দাবি অপরাজিতা বিল পাস করা হোক, এদিন এমনটাই জানালেন দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুস্মিতা বোস মৈত্র। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সকল মহিলা তৃণমূল কংগ্রেস সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *