মেরামতির কারণে বন্ধ থাকতে চলেছে শহর কলকাতার আরও একটি উড়ালপুল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্বাস্থ্যপরীক্ষা পর শহর কলকাতার আরও একটি উড়ালপুল বন্ধ থাকতে চলরছে তিনদিন ৷ মেরামতির কাজের জন্য আগামী ১৩-১৫ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে বাঘাযতীন উড়ালপুল৷ এর ফলে ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে শহর কলকাতায়৷ গড়িয়া পাটুলি থেকে বাইপাস হয়ে যারা রুবির দিকে যাওয়া আসা করেন তাদের কাছে অনেক গুরুত্ব পূর্ণ বাঘাযতীন উড়ালপুলটি ৷ এবার সেই উড়ালপুলেরই মেরামতির কাজ চলবে একাংশ বন্ধ রেখে ৷ স্বাভাবিকভাবেই ওই পথে যারা প্রতিদিন যাতায়াত করেন সমস্যা হবে তাদেরও ৷ যদিও পুলিশ সূত্রে খবর, উড়ালপুলের একটি দিক বন্ধ করে দেওয়া হলেও, খুলে রাখা হবে অন্যদিকটি৷ সেই দিক দিয়েই চালু রাখা হবে উভয় দিকে গাড়ি চলাচল৷

অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৫ – ১৮ অগস্ট পর্যন্ত ৪ দিন বন্ধ রাখা হবে শিয়ালদহ ফ্লাইওভার৷ তার ফলে ওই সময় যান বাহনের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে শহরের বেশ কিছু রাস্তায়৷তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সূর্য সেন স্ট্রিট, ক্রিক রো,এস এন ব্যানার্জী রোড,সেন্ট্রাল অ্যাভিনিউ, ইএম বাইপাসসহ বেশ কিছু রাস্তা৷ ট্রাফিক পুলিশ সূত্রে খবর, মৌলালী থেকে যে সব গাড়ি শিয়ালদহ ফ্লাইওভার দিয়ে রাজাবাজারের দিকে যেত সে সব গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে এস এন ব্যানার্জী রোড ও ক্রিক রো দিয়ে ৷ অন্যদিকে রাজাবাজারের দিক থেকে সে সব গাড়ি মৌলালী আসতো তা ঘুরিয়ে দেওয়া হবে সূর্য সেন স্ট্রিট দিয়ে৷ কলেজস্ট্রিট থেকে যে সব গাড়ি মৌলালী যেত নিয়ন্ত্রণ করা হবে সেই সব গাড়িও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *