কোনও পরিবর্তন নয়, নিজের মেয়েকেই চায় বাংলা! এমনটাই বলছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা
বেস্ট কলকাতা নিউজ : এবার আসল পরিবর্তন হবে নাকি বাংলার নিজের মেয়েই ফিরবে ফের ক্ষমতায়। আগামী ২ রা মে জানা যাবে বাংলার নির্বাচনের সম্ভাব্য ফলাফল। কিন্তু তার আগে বুথ ফেরত সমীক্ষায় যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন তৃণমূল সমর্থকরা। অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা দেখা যাচ্ছে, বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে তৃতীয়বারের জন্য। আগের থেকে আসন সংখ্যা অনেকটা বাড়ালেও গেরুয়া শিবির তৃণমূলকে কোনোভাবেই গদিচ্যুত করতে পারছে না । অন্যদিকে কার্যত ধুলিস্যাত হয়ে যাচ্ছে বাম, কংগ্রেস, এবং আইএসএফের জোট। যদিও, এক্ষেত্রে অন্য ফল দেখাচ্ছে সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষায়।
যদিও সবশেষে বলে রাখা দরকার, কোনওভাবেই ভোটের ফলাফলকে প্রভাবিত করে না এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা। এটা সম্ভাব্য ফলাফলের আভাসমাত্র। অতীতে বহুবার দেখা গিয়েছে আসল ফলাফল একেবারেই মেলেনি এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার সঙ্গে। সমস্ত সমীক্ষক সংস্থা এক্সিট পোলের যে ফলাফল প্রকাশ করেছে, আসল ফলাফল বরং তার উলটোই হয়েছে। আবার আসল ফলাফল এক্সিট পোলের সঙ্গেহুবহু মিলে গিয়েছে, এমন নজিরও কমবেশি আছে।