কোনোভাবেই পুজোর খরচ নয় সরকারের অনুদানের টাকায়, অন্তর্বর্তীকালীন রায় জানালো কলকাতা হাইকোর্ট
বেস্ট কলকাতা নিউজ : কোনো ভাবেই পুজোর খরচ করা যাবেনা সরকারি অনুদানের টাকায় ৷মাস্ক-স্যানিটাইজার কেনার জন্য খরচ করতে হবে সরকারি অনুদানের টাকার ৭৫% টাকা৷ আর ২৫ শতাংশ ব্যয় করা যেতে পারে পুলিশ-জনসংযোগের কাজের ক্ষেত্রে৷ প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় পুজো কমিটিগুলিকে সরকারের দেওয়া অনুদানের বিরোধিতা করে৷
আজ শুক্রবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সেই মামলারই অন্তর্বর্তী কালীন রায় দিলেন৷ হাইকোর্টের অন্তর্বর্তী রায় এও বলা হয়েছে, কোনো রকমে আলঙ্কারিক অনুষ্ঠানের কাজে খরচ করা যাবে না সরকারের পুজো-অনুদানের টাকা৷ অনুদানের টাকার ৭৫% শতাংশ টাকাও খরচ করতে হবে এমনকি করোনা মোকাবিলার ক্ষেত্রে৷ অর্থাৎ সেই অর্থ দিয়ে মাস্ক-স্যানিটাইজার কিনে দিতে হবে দর্শকদেরকে৷ আর পুলিশ-জনসংযোগের কাজে ব্যয় করতে পারবে বাকি ২৫ শতাংশ টাকা৷ তবে অনুদান পাওয়া পুজো কমিটিগুলোর থেকে সরকারি টাকা খরচের বিস্তারিত হিসেব সংগ্রহ করতে হবে সরকারকে৷ এবং তা আদালতে পেশ করতে হবে৷