কোনো ভাবেই বাড়েনি সচেতনতা, অনেকেই এখনও মাস্কহীন কলকাতার রাস্তায়!
বেস্ট কলকাতা নিউজ : অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছে মাস্ক না পরে রাস্তায় বের হওয়া। প্রশাসনের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে কেন প্রয়োজন মাস্ক পরে বাড়ির বাইরে বের হওয়া। লকডাউনের এই সময় প্রচুর ধরপাকড়ও চালানো হয় পুলিশ এর তরফ থেকে। কিন্তু তাতেও কোনো ভাবে শিক্ষা হয়নি মানুষের । এখনও প্রচুর মানুষ রাস্তায় বের হচ্ছেন কোনো রকম মাস্ক না পরেই। এই বিষয়ে পুলিশ ব্যাপক ধরপাকড়ও চালায় । শুধুমাত্র সাউথ ডিভিশনেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় ১১১ জনের বিরুদ্ধে। আর গতকাল সকাল থেকে কলকাতা পুলিশের সবকটি ডিভিশন এবং ট্রাফিক গার্ডের পক্ষ থেকে প্রচুর মাস্ক বিলি করা হয়। এ ছাড়া চালানো হল সচেতনতা মূলক প্রচারও।
কলকাতা পুলিশ অবশ্য জানিয়ে দিয়েছে মাস্ক না পরে রাস্তায় বের হলে কিংবা সামাজিক দূরত্ব না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । কোনও দোকানের সামনে যদি সামাজিক দূরত্ব না মানা হয় তাহলে দোকানদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কথাও ঘোষণা করা হয়েছে লালবাজার এর পক্ষ থেকে। মাইকিংয়ের মাধ্যমে ইতিমধ্যেই সেই বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে শহরে।