কোনো সেমিস্টার নয় প্রাথমিকে, পর্ষদের সিদ্ধান্ত বাতিল ঘোষণা মুখ্যমন্ত্রীর, শিক্ষামন্ত্রীকেও জোর ধমক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত বাতিল করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরকারের শীর্ষস্তরের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই নিজেদের মতো করে প্রাথমিকে সেমিস্টারের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ, একথা জানিয়ে সেমিস্টার বাতিল করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এই ইস্যুতে এদিন মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।

সপ্তাহখানেক আগেই প্রাথমিক স্তরে পরীক্ষা পদ্ধতি বদলের ঘোষণা করেছিল পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছিল, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বছরে দু’টি করে সেমিস্টার হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতিতে পরীক্ষা ও মূল্যায়ন করার কথা জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ আগে জানিয়েছিল, আগে বছরে একবার পরীক্ষা হতো। তবে এবার বছরে দু’বার করে পরীক্ষা হবে। দুটি সেমিস্টারের প্রথমটি হবে ৪০ নম্বরের, পরেরটি হবে ৬০ নম্বরের। তবে নবান্নে প্রশাসনিক বৈঠকে এই প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি চালু প্রসঙ্গে চূড়ান্ত ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের শীর্ষ স্তরের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *