কোন্নগর কানাইপুর গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট চত্ত্বরএর সামনে মাছ চাষিদের বিক্ষোভ
সুমন করাতি, হুগলি : গঙ্গা জলকে পরিশোধন করে পানীয় জলের রূপ দিতে গঙ্গা এ্যাকশন প্ল্যান্টের কাজ শুরু হয়েছিলো ২০০৫ সালে। প্ল্যান্টের জন্য বেশ কয়েকটি জলাশয় তৈরী হলেও পরবর্তীকালে সেই কাজ বন্ধ হয়ে যায়। তবে সেই জলাশয়েই এলাকার বেশকিছু পরিবার মাছ চাষ শুরু করে। হঠাৎ সেই জলাশয় গুলি কিছু বহিরাগত মানুষ নিজেদের হেফাজতে নিতে এলেই ক্ষোভে ফেটে পরে এলাকার মানুষ। বহিরাগতদের হটিয়ে দিয়ে তারা পোস্টার-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই ঘটনায় আজ সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তরপাড়া থানার কোন্নগর কানাইপুর গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট চত্ত্বর। স্থানীযদের বক্তব্য যে জলাশয় গুলিতে এতদিন ধরে তারা মাছ চাষ করে রুজি-রোজগার করছিলো হঠাৎ করে তাঁদেরকে না জানিয়ে সেই জলাশয়গুলি অন্য কাউকে কেনো ইজারা দিলো কোন্নগর পঞ্চায়েত। এই জলাশয়গুলি এতদিন তারাই মাছ চাষ করে বাঁচিয়ে রাখলো তাহলে কেনো তাঁদেরকে জানানো হলো না। এই দাবীতে জলাশয়ের সামনে তাঁরা বিক্ষোভে সামিল হয়েছে।