কোভাচিচ একটিও ফাইনাল খেলেননি তিনবার ইউরোপ সেরার স্বাদ পেলেও
বেস্ট কলকাতা নিউজ : মাতেও কোভাচিচ এখনও পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছে নিজের ফুটবল ক্যারিয়ারে। কিন্তু ইউরোপ সেরার লড়াইয়ে ফাইনাল না খেলতে পারার কষ্ট মনের মধ্যে রয়ে গেছে। এবার সেই কষ্ট মোচনের দিন আসন্ন। ইংল্যান্ডের দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং চেলসি আগামী ৩০ মে ভারতীয় সময় রাত ১২:৩০ টায় ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে। ক্রোয়েশিয়ার মিডফিল্ডার কোভাচিচ এবার সেই স্বাদ পূর্ণ করতে চলেছেন চেলসি দলের হয়ে।
২০১৫ – ১৬ মরশুমে তিনি ছিলেন রিয়াল মাদ্রিদের দলে। কোভাচিচ তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য স্বাদ পান স্প্যানিশ ক্লাবটির হয়ে। তবে কোভাচিচ কোনোদিনই জায়গা করে নিতে পারেননি রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে। ২০১৫-১৬ মরশুমে চোটের কারণে দলের বাইরে ছিলেন মিলানের সাথে ফাইনালে। আর ফাইনালের পুরোটা সময় রিজার্ভ বেঞ্চে কাটিয়েছেন পরের দুই আসরে। তাই এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের অপূর্ণই থেকে গেছে ফাইনাল খেলার স্বাদ। কোভাচিচ এই বিষয়ে বলেন, “আমি তিনবছর অংশীদার ছিলাম রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। কিন্তু দুর্ভাগ্যবশত সুযোগ হয়নি ফাইনাল খেলার।”