কোরোনার সংক্রমণ লাগামছাড়া হতে পারে পুজোর পরেই, চরম আশঙ্কায় চিকিৎসকরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পুজোর সময় যাতে কোনো ভাবে বিপুল জনসমাগম না হয় তার জন্য আগে থেকেই আবেদন জানানো হয়েছিল সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। তা সত্ত্বেও যে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় বেরিয়েছে, চিকিৎসকরা রাজ‍্যে কোরোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তার জেরেই। ফলে হাসপাতালের বেডের সংকট আরও বাড়বে বলেই তাঁরা মনে করছেন।

রাজ‍্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস আরও বলেন, ” মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করছে কোরোনা সংক্রমণ বৃদ্ধির বিষয়টি। এক, টেস্টিং-এর স্ট্র্যাটেজি যদি সায়েন্টিফিক না হয় তাহলে খুব একটা বাড়বে না কোরোনা আক্রান্তের সংখ্যা। সায়েন্টিফিক বলতে যেখানে উপসর্গ রয়েছে বেশিরভাগ টেস্ট করাতে হবে সেখানেই, টেস্ট করাতে হবে এমনকি যাঁদের উপসর্গ রয়েছে,তাঁদের সবাইকেই, এমনকি কাউকে ফিরিয়েও দেওয়া যাবে না।” তিনিও এও বলেন, “এখনও পর্যন্ত ৩.৪ দিন সময় লেগে যাচ্ছে টেস্টিং রিপোর্ট পেতে। তাহলে সংক্রমণ ছড়িয়ে পড়বে ২৪ ঘণ্টার মধ্যে যদি রিপোর্ট না পাওয়া যায় সেক্ষেত্রে। বহু কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে তা চাপা পড়ে যাচ্ছে। পাওয়া যাচ্ছে না এমনকি কোনো রিপোর্টও। এই ধরনের ঘটনাগুলি ক্রমাগত বাড়তে থাকলে আক্রান্তের সংখ্যা বেশি বাড়বে না অথচ কিন্তু অনেক আক্রান্ত পাওয়া যাবে বাস্তবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *