কোরোনা যোদ্ধাদের এত অসম্মান কেন ?”মোদি সরকারকে টুইটারে প্রশ্ন রাহুলের
বেস্ট কলকাতা নিউজ : দেশে ক্রমশ বাড়ছে কোরোনা সংক্রমণ। এমনকি আক্রান্ত হয়েছেন একাধিক স্বাস্থ্যকর্মীও। অথচ এই সম্পর্কিত কোনও তথ্যই নাকি নেই কেন্দ্রীয় সরকারের কাছে। এই নিয়ে টুইটারে রাহুল গান্ধি আক্রমণ করলেন দেশের কেন্দ্রীয় সরকারকে। তিনি অভিযোগ তোলেন স্বাস্থ্যকর্মীদের প্রতি অবহেলারও। টুইটারে এক সংবাদমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে তিনি আরও লেখন, “কোনও তথ্যই থাকে না এই সরকারের কাছে। থালা বাজানো, প্রদ্বীপ জ্বালানোর থেকেও ওদের সুরক্ষা ও সম্মাম সবচেয়ে বেশি জরুরি। মোদি সরকার, কেন এত অপমানিত হচ্ছেন কোরোনা যোদ্ধারা?।
“কোরোনায় আক্রান্ত ও মৃত স্বাস্থ্যকর্মীদের তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে নেই। এই তথ্য সামনে আসার পরই রাহুল গান্ধি এনিয়ে আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকে। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাহুল গান্ধি তাকে কটাক্ষ করতেও এক মুহূর্ত ছাড়েননি। বেকারত্ব বৃদ্ধি নিয়ে তিনি লেখেন, “দেশে বেকারত্ব ক্রমাগত বেড়ে চলার জন্যই বর্তমান যুব সম্প্রদায় জাতীয় বেকারত্ব দিবস নাম দিয়েছে আজকের দিনটিকে।” তাঁর প্রশ্ন, “রোজগার হল মর্যাদার সমতুল্য। সেই মর্যাদা থেকে সরকার যুব সম্প্রদায়কে আর কতদিন বঞ্চিত রাখবে?”