৫০০ বস্তার বেশি রেশনের চাল, গম ও আটা উদ্ধার হল পূর্ব বর্ধমানে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করলো বিপুল পরিমাণ রেশনের বেআইনি চাল,গম ও আঁটা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের আনন্দবাজার এলাকায়। বিপুল পরিমানে রেশনের খাদ্য সামগ্রী উদ্ধার -এর এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে হানা দেওয়া হয় আউশগ্রামের আনন্দবাজার এলাকায় দুটি গোডাউনে ।‌ এরপরেই একরকম চক্ষু চড়কগাছ অবস্থা হয় পুলিশের। সেখানা থেকে উদ্ধার করা হয় ১৫৭ বস্তা আটা, ৩৭৫ বস্তা গম এবং ৬৮ বস্তা চাল। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। তাদের কথায় অসঙ্গতি মেলায় পরে গ্রেপ্তারও করা হয় তাদেরকে। এদিকে পুলিশও মামলা রুজু করেছ স্বতঃপ্রণোদিত ভাবে। এলাকারই বাসিন্দা ধৃত দিলীপ মন্ডল, পিনাকী মন্ডল, হাবল পাল ও রঘুনাথ মন্ডলকে বর্ধমান আদালতে তোলা হলে দিলীপ মন্ডল ও হাবল পালকে তিন দিনের পুলিশি হেপাজত এবং বাকিদের বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *