ক্যানিংয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু ঘটলো সেচের জন্য পাম্প চালু করার সময়
বেস্ট কলকাতা নিউজ : ক্যানিংয়ের নিকারিঘাটায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হল সেচের জন্য পাম্প চালু করার সময়। জানা গেছে মৃত ব্যাক্তির নাম পুতুল সাঁফুই (৫৩)। নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের বাণীবাদা বেলেখালি গ্রামে এক রকম আলোড়ন পড়ে যায় সোমবার সকালের এই ঘটনায়। স্থানীয় সুত্রে জানা গেছে চৌরাস্তায় এলাকার একটি পুকুর থেকে সেচের জল নেওয়ার জন্য পাম্প বসিয়ে ছিলেন এই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা পুতুল। বিপত্তি ঘটে যায় নিজের বাড়ির মিটার থেকে বিদ্যুত্ সংযোগ নিয়ে এই পাম্প করার আগেই। ওই ব্যক্তি এমনকি ছটফটও করতে থাকেন আচমকা বিদ্যুত্বাহী তারের সংস্পর্শে এসে। সেই সময় কিছুটা দূরে জনাকয়েক চাষি খেতের ধান কাটার কাজ করছিলেন। দেখতে পেয়েই তাঁরা দৌড়ে আসেন।
কোনও রকমে সংযোগ ছিন্ন করেন বিদ্যুত্বাহী তারের। পুতুলের বাড়িতেও খবর দেন। খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন দৌড়ে আসেন। তড়িঘড়ি চিকিত্সার জন্য ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। তাঁকে মৃত বলে ঘোষণা করেন সেখানকার চিকিত্সকরাই। জগদ্ধাত্রী পুজোর দিন সাত সকালে এমন দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে। কী কারণে এমন দুর্ঘটনা ঘটল পুলিশ তার তদন্ত করে দেখছে।