ক্রমশ বুজে আসছে খাল, তার ওপরেই মাথা চাড়া দিয়ে গজিয়ে উঠছে দোকানপাট ,এমনি অভিযোগ হাওড়া পুর এলাকায়
বেস্ট কলকাতা নিউজ : এবার খাল বুঝিয়ে ফেলার অভিযোগ উঠল হাওড়া পুর এলাকায়। ঘটনাটি ঘটেছে ৪৬ নম্বর ওয়ার্ডের উনসানী সাদ্দার পাড়া এলাকায় । প্রতি বছরে মূলত বর্ষার জমা জলে চরম দুর্ভোগে পড়েন হাওড়ার ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। নিকাশির একমাত্র ভরসা এই একটি খাল। সেই খাল সংস্কার হয়নি দীর্ঘদিন।এবার অভিযোগ উঠল সেই খাল বুঝিয়ে ফেলার । এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই কাজে জড়িত এক শ্রেণির অসাধু চক্র। এলাকার খাল জলাশয় ক্রমশ বুঝিয়ে ফেলা হচ্ছে । খাল বুঝিয়ে তৈরী হচ্ছে এমনকি দোকানপাটও। তেমনই অভিযোগ উঠেছে ।
এদিকে স্বপন সর্দার নামে এক স্থানীয় বাদিন্দা জানান কেউ প্রতিবাদ করার সাহস পান না বলেও । তাঁর বক্তব্য, “সবাই সব কিছু বোঝে। কিন্তু কে মুখ খুলবে এসব নিয়ে? প্রতিবাদ করলে আসে হুমকি।” বিষ্টু সর্দার নামে আরেক বাসিন্দা খালের ওপর দোকান বানিয়েছেন। কিন্তু তিনিও চান, খাল আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। তা না হলে নিকাশির সমস্যা আরও বেড়ে যাবে। হাওড়া পুরসভার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী এই বিষয় জানান, যে কোনও জলাশয় বোজানো বেআইনি। তাই এখানে কোনও নির্মাণ হয়ে থাকলে তা বন্ধ করা হবে। পুরসভার পক্ষ থেকে সবকিছু খতিয়ে দেখা হবে।তবে এখন দেখার পুর প্রসাশকের এই আশ্বাস কতটা বাস্তবায়িত হয়।