‘ক্ষমা চাইতেব হবে ‘বিজেপি-কে’ উত্তর প্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বললেন সপা-র প্রচারে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের হয়ে প্রচারে অংশ নিলেন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে। মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো লখনউতে একটি ভার্চুয়াল সভা করেন ।এই ভার্চুয়াল সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগলেন । তিনি বলেন, বেটি বাঁচাও, বেটি পড়াও-এর নামে বিজেপি নারী সুরক্ষায় কিছুই করেনি। উল্টে ঘটেছে উন্নাও, হাথরাসের মতো ঘটনা । সেই কারণে বিজেপি-কে ক্ষমা চাইতেব হবে। ক্ষমা চেয়ে যেন তার পর বিজেপি ভোট চায়।
এদিনের সভা থেকে উত্তরপ্রদেশকে তিনি নিজের মা বলেও উল্লেখ করেন। বলেন, তাঁর একটি হৃদয় বাংলা হলে অন্যটি উত্তরপ্রদেশ। মমতা এদিন জানিয়ে দেন, তিনি ৩ মার্চ ফের একটি সভা করবেন অখিলেশের হয়ে।এ দিনের সভা থেকে তিনিবলেন, তৃণমূল উত্তরপ্রদেশে অখিলেশকে জেতাতে সব রকম সাহায্য করবে। উত্তরপ্রদেশে তৃণমূল লড়ছে না, অখিলেশ যাদব লড়ছেন,আপনারা অখিলেশকে জেতান। বিজেপিকে সরাসরি আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি জাতপাতের রাজনীতি করে, আমরা করি না। সেই কারণেই বলছি, সব শেষ হয়ে যাবে যোগী যদি আবার ক্ষমতায় আসেন তাহলে। তাই দেবেন না ভোট ভাগ হতে।