খাবার জলে মিললো ব্যাঙ্গাচি, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে
শিলিগুড়ি: এমনিতে পানীয় জল নিয়ে সমস্যা শিলিগুড়িতে বহুদিন ধরে, এর উপরে শিলিগুড়িতে দুদিন ধরে আসছে ঘোলা জল, আর তার উপর অবাক করে দিয়ে জলের মধ্যে পাওয়া গেল ব্যাঙাচি। শিলিগুড়ি শহরে বেশ কয়টি ওয়ার্ড এর বাসিন্দাদের কাছ থেকে এই অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে সকাল আটটার সময় পানীয় জল আসে শিলিগুড়িতে, প্রথম ১০ মিনিট ভালো জল আসে না, এরপরে ভালো জল আসতে শুরু করে, তবে কদিন ধরে ঘোলা জল আসায় বাসিন্দাদের অভিযোগ জমা হচ্ছিল বিস্তর, তবে এদিনের ঘটনা চরম পর্যায়ে চলে গেছে , যখন জল নেওয়ার সময় জলের মধ্যে ছোট ছোট ব্যাঙাচি দেখতে পেলেন স্থানীয় মানুষ।
এদিকে অনেকেই প্রথমে বুঝতে পারেননি, তারপর জল নেওয়ার পরে জার্কিনের মধ্যে মধ্যে দেখতে পান ব্যাঙাচি। ক্ষোভে ফোটে পড়েন তারা। তারা জানিয়েছেন দিনের পর দিন একইভাবে জল আসছে, অথচ কোন হেলদোল নেই প্রশাসনিক স্তরে। আজকে জলের মধ্যে ব্যাঙাচি পাওয়া গেছে। এই জল আমরা খাব কি করে? আমাদের অত সামর্থ্য নেই জল কিনে খাওয়ার, বারবার বলা হলেও কোনভাবে কথার কর্ণপাত করেন না প্রশাসনিক স্তরের মানুষজন। আমাদের কাজ জল দিয়ে শুরু হয় জল দিয়েই শেষ হয়, যদি জলের এই অবস্থা হয়, তবে আমরা কাজ করবো কি করে আর জল না খেয়ে থাকবো কি করে। রবিবার থাকায় অভিযোগ পায় নি পুরসভা।আগামীদিনে তারা কি করে এটাই দেখার।