খুলে দেওয়া হচ্ছে দক্ষিণেশ্বর-কালীঘাট-বেলুড় মঠএর দরজা , প্রবেশাধিকার থাকছে ৬০ জন-এর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে দক্ষিণেশ্বর মন্দির ও বেলুড় মঠ এর দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে শর্ত সাপেক্ষে। ৮ই জুন ও ১০ই জুন মন্দির খোলা হবে ট্রায়াল হিসেবে। ভেতরে প্রাথমিকভাবে ৬০ জন ভক্ত প্রবেশ করতে পারবেন। এঁদের আমন্ত্রণ জানানো হবে। যদি এই পদ্ধতি কার্যকর হয়, তবেই দক্ষিণেশ্বর মন্দির খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য।

অন্যদিকে, কালীঘাট মন্দিরও ভক্তদের জন্য খুলে দেওয়া হবে জুনের ১৫ তারিখ -এ । রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠও সর্বসাধারণের জন্য জুনের ১৫ তারিখ থেকে খুলে দিচ্ছে তাদের নিজেদের দরজা।জানা গিয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত ও সেবকরা পিপিই কিট পরে পুজো করবেন। ওই দুইদিন মন্দির খোলা থাকবে সকালে আড়াই ঘন্টা ও সন্ধেবেলা আড়াই ঘন্টা। ভক্তদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। হাত ধুয়ে ঢুকতে হবে মন্দিরে। তার জন্য মন্দির কর্তৃপক্ষ বিশেষ টানেলের ব্যবস্থা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *