গণপরিবহণের ক্ষেত্রে রোপওয়ে ও মনোরেলকে সংযুক্ত করার পরিকল্পনা এ রাজ্যের
বেস্ট কলকাতা নিউজ : এবার মনোরেল এবং রোপওয়ে যুক্ত হতে চলেছে কলকাতার গণপরিবহণে। এমনই অভিনব এক চিন্তা ভাবনা শুরু করল রাজ্য সরকার। এই বিষয় রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম আরও বলেছেন, ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে রাজ্যের গণপরিবহণকে। যেখানে মেট্রো পৌঁছবে না, সেখানে পরিবহণের মাধ্যম হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে রোপওয়ে, মনোরেলকেই।’
প্রসঙ্গত , তৃণমূল সরকার ২০১১ সালে প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পরেই জলপথে যাতায়াতের উপর আরও বেশি জোর দিয়েছে গণপরিবহণের উপর বাড়তি চাপ কমাতে। ফিরহাদ হাকিম এও বলেছেন, ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে এমনকি ‘নদী পরিবহণকে। গোটা বিষয় নিয়ে কথা হয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সঙ্গে । এমনকি রেলের সঙ্গে কথা চলছে গঙ্গার ধারে চক্ররেলকে হয় মাটির উপরে তুলতে, নয়ত মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েও। ইলেকট্রিক গাড়ির উপর বাড়তি জোর দেওয়া হচ্ছে জ্বালানির দাম অত্যধিক মাত্রায় বেড়ে যাওয়ায়।আর এতে দূষণও কমবে ব্যাপক ভাবে।