গভীর রাতে গুলিবিদ্ধ আইসি! হামলাকারী কে, ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হাওড়ার ঘোষ পাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ হল এক পুলিস অফিসার। তাঁর হাতে গুলি লেগেছে বলে খবর পাওয়া গেছে । রাত এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে। তবে তাঁকে কে বা কারা গুলি করেছে তা খতিয়ে দেখছে পুলিস। আরো জানা গেছে সেই সময় তাঁর সঙ্গে ছিলেন এক মহিলা। এই ঘটনায় একটি গাড়িও পুলিস আটক করেছে বলে জানা গেছে ।

জানা গেছে , আহত পুলিস অফিসারের নাম জয়ন্ত পাল, তিনি হুগলীর চণ্ডীতলা থানার কর্মরত। হাওড়ায় গুলিবিদ্ধ হুগলীর চণ্ডীতলা থানার আইসি। গতকাল রাত ১১টা নাগাত মধ্য হাওড়ার পেট্রল পাম্পের কাছে নেতাজী লুভাস রোডে গুলি চলে। ঘটনায় গুলিবিদ্ধ হন জয়ন্ত পাল। পুলিস অফিসার হুগলী জেলায় কর্মরত। কালো রঙের পুলিসের বোর্ড লাগানো গাড়িতে চড়ে ওই এলাকায় আসেন তিনি। জয়ন্ত পাল গাড়ি নিয়ে যখন এলাকায় আসেন তখন তাঁর সঙ্গে তাঁর সঙ্গী ছিল বলে খবর পাওয়া যাচ্ছে। তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয় তাও দেখা গিয়েছে এবং তারপরই তিনি গুলিবিদ্ধ হন বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, বাম হাতের উপরের দিকে তাঁর গুলি লেগেছে। গুলির শব্দ শুনে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। পুলিস সূত্রে খবর, ব্যক্তিগত কাজে তিনি এলাকায় এসেছিলেন। কেন এমন ঘটনা ঘটলো তা পুলিসদের ভাবাচ্ছে।

এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাটরা ও শিবপুর থানার পুলিস। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল। অফিসারকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে এক মহিলা ছিলেন। একটি গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায়। সেটিকে আটক করেছে পুলিস। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অফিসারকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *