‘চিকিৎসার জাদুঘর’, বিলেত ফেরত প্রবীণ চিকিৎসক বিমান ঘোষ নজির গড়লেন যুগান্তকারী সৃষ্টির অকল্পনীয় পথে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাংলায় এমন জাদুঘর প্রথম বলেই মনে করছেন চিকিৎসক বিমান ঘোষ। দেশের অন্যত্রও এমন জাদুঘরের কথা বিশেষ একটা শোনা যায় না। চিকিৎসা জাদুঘর। এই বাংলায় এমন জাদুঘর প্রথম বলেই মনে করছেন, এর স্রষ্টা প্রবীণ চিকিৎসক বিমান ঘোষ। দেশেও এমন জাদুঘরের কথা খুব একটা শোনা যায় না। চিকিৎসা ক্ষেত্রের প্রতিটি বিভাগে যেসব যন্ত্রপাতির ব্যবহার হয়, সেই সব যন্ত্রপাতি থাকছে এই জাদুঘরে। পাশাপাশি থাকছে সেই সব যন্ত্রপাতির কী কাজ, তার সংক্ষিপ্ত বিবরণ বাংলা ও ইংরেজিতে। একইসঙ্গে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত নানা উপদেশনামাও থাকছে এই জাদুঘরে। চিকিৎসা বিজ্ঞানে অবদানকারীদের ছবিও স্থান পেয়েছে জয়নগরের জাদুঘরটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *