গরমের ছুটির মেয়াদ আরও বাড়ল বাংলায়, কবে থেকে স্কুল খুলছে ? একবার জেনে নিন
বেস্ট কলকাতা নিউজ : আরও ১৫ দিন বাড়তে চলেছে গরমের ছুটি ! স্কুল শিক্ষা কমিশন আজই নির্দেশিকা জারি করতে পারে, মিলেছিল এমনই নির্দেশ। এমনকি হলও তাই। ছোটশিশুদের পক্ষে স্কুলে আসা খুবই কষ্টকর অতিরিক্ত গরমের দাবদাহে, শিক্ষা দফতর সুত্রে খবর গরমের ছুটি থাকবে আগামী ২৬ তারিখ পর্যন্ত ।
বর্ষার নামগন্ধ নেই দক্ষিণবঙ্গে। বাঁচা দায় প্রচন্ড গরমে। সেই কারণেই, গরমের ছুটির দিন সংখ্যা বাড়ানো হতে পারে সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে। রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেও এই সম্পর্কে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। ছুটি ছিল ১৫ই জুন অবধি। তবে জানা যাচ্ছে গরমের ছুটি বাড়ল ২৬ জুন পর্যন্ত ।
বঙ্গে বর্ষার ইঙ্গিতমাত্র নেই! ভ্যাপসা গরমে বাইরে বেরনো দায় যেকোনও মানুষের । এরমধ্যেই মুখ্যমন্ত্রী চরম উদ্বিগ্ন বাচ্চাদের পরিস্থিতি নিয়ে। উত্তরবঙ্গে বর্ষা আসলেও এখনও এর লক্ষণ মাত্র নেই দক্ষিণবঙ্গে। ফলেই পড়ুয়াদের স্বার্থে শিক্ষা দফতর এই সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া, প্রখর গরমে অসুস্থতার কথা শোনা গিয়েছে রাজ্যের নানান প্রান্তে।
উল্লেখ্য ,গতকাল বহু মানুষ অসুস্থ হয়ে পরেন পানিহাটি উৎসবে, মৃত্যুও হয় তিনজনের। সুত্রের খবর,অনেকে অসুস্থ হয়ে পরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আলিপুরদুয়ার সফরেও। এদিকে পড়ুয়াদের অভ্যাস যথেষ্ট বদলে গিয়েছে করোনা মহামারীতে দীর্ঘদিনের ছুটি, অনলাইন মাধ্যমে পড়াশোনার কারণে। প্রখর গরমের শুরুতেই ছুটি ঘোষণা করে দেওয়া হয়। আর এবার বাড়িয়েও দেওয়া হল সেই ছুটি।