গরুর দুধ খেয়েই আক্রান্ত ‘মারণ’ Rabies- ভাইরাসে, অবশেষে মৃত্যু হল এক মহিলার
বেস্ট কলকাতা নিউজ : গরুর দুধ খেয়েছিলেন এক মহিলা। তার কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয় তাঁর! পরীক্ষা করে দেখা যায়, তাঁর শরীরে মারণ Rabies ভাইরাসের উপস্থিতি। ডাক্তাররা বুঝতে পারেন, জলাতঙ্ক রোগে মৃত্যু হয়েছে ওই মহিলার। আর তা থেকেই তাঁরা বুঝতে পারেন, ওই মহিলার শরীরে মারণ Rabies ভাইরাস এসেছে ওই গরুর দুধ থেকে। যে গরুটিকে কয়েকদিন আগেই রাস্তার কুকুরে কামড়েছিল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের নয়ডাতে।

আগে সবাই ভাবত যে শুধু পাগলা কুকুরে কামড়ালেই জলাতঙ্ক রোগ হয়। কিন্তু এই ঘটনা প্রমাণ করছে যে, শুধু পাগলা কুকুরে নয়, কোনও পশুর শরীরে যদি এই মারণ Rabies ভাইরাসের উপস্থিতি থাকে, তবে তার দুধ পান করলেও ছড়াতে পারে সংক্রমণ। প্রসঙ্গত, ওই মহিলার স্বামীর গোয়াল আছে। সেই গোয়ালে থাকা গরুর দুধ তাঁদের পরিবারের সবাই পান করে থাকে। তবে কয়েকদিন আগে তাঁদের এক গরুকে রাস্তার কুকুরে কামড়ায়। সেই গরুর দুধ পান করার পরই চরম মর্মান্তিক পরিণতি হয় ওই মহিলার। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পর এলাকার সবাইকে, যাঁরা যাঁরা তাঁদের কাছ থেকে দুধ নিয়েছিল, তাঁদের সতর্ক করা হয়। প্রয়োজনীয় টিকা দেওয়া হয়।