গাছ কাটা নিয়ে পুরনিগমকে একযোগে আক্রমন বিজেপী,সিপিএম এবং কংগ্রেসের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি: শিলিগুড়িতে তৈরী হচ্ছে ফুড জোন তাই শিলিগুড়ির ষ্টেশন ফিডার রোডে কাটা হচ্ছে গাছ। অর্ধেকের বেশী কাট এখনো পযর্ন্ত কাটা হয়ে গেছে। আর এটা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন শিলিগুড়ি পুরনিগমের বাকি তিন বিরোধী দলগুলি। প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য্য জানিয়েছেন যেখানে সারা বিশ্বের মানুষ গাছ লাগানোর দিকে জোর দিয়েছেন সেখানে ভারত পিছিয়ে পড়েছে। সেখানে কোন না কোন দল নিজেদের রাজনৈতিক চিন্তা করে এবং নিজেদের সুবিধার জন্য গাছ কাটছে। একদিন না দিনের পর দিন। আমরা বলি একটি গাছ এবং একটি প্রান কিন্তুু কাজের বেলায় একেবারেই শুন্য।

এদিকে কংগ্রেস নেতা সূজয় ঘটক এও জানিয়েছেন কোন বিতর্ক নয়,তবে এতগুলি গাছ কাটা একেবারেই অনুচিত, পুরনিগমকে চিন্তা করা উচিত ছিল। গরমের সময় কত মানুষের আশ্রয় ছিল এই গাছগুলি, কিভাবে এই গাছগুলো কাটা হল এটাই আশ্চর্যজনক ঘটনা। আমরা একটা প্রতিবাদ করি নি কারন এখন ভোটের সময়। অন্যদিকে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন সব শুনেছি সময় হলেই জবাব পাবেন সবাই। সবাই একটু অপেক্ষা করুন।

x

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *