গা-হাত-পা কেঁপে উঠল কুলার ছুঁতেই! এক শিশুর মর্মান্তিক মৃত্যু হল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বৈশাখ যত এগোচ্ছে, তাপপ্রবাহের মাত্রাও ততই বৃদ্ধি পাচ্ছে। দেশের একাধিক রাজ্য সূর্যের তাপে রীতিমতো পুড়ছে। এখনও পর্যন্ত কোথাওই সেভাবে দেখা মেলেনি বৃষ্টির। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসি, কুলারের চাহিদা। অনেকেই এসি-কুলার ব্যবহারের সময় সতর্ক থাকছেন না। যার ফলে ঘটে যাচ্ছে বড়সড় দুর্ঘটনা। তেমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের আকোলা। কুলার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৭ বছরের শিশুর।

রবিবার রাত ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ইয়ুক্তি অমল গোগে। এই ঘটনায় ওল্ড সিটি পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে। আকোলা শহরের প্রাক্তন কর্পোরেটর অমল গোগের সাত বছরের মেয়ে ইয়ুক্তি বাড়িতে খেলতে খেলতে আচমকাই সকলের নজর এড়িয়ে কুলারের কাছে যায়। সেই কুলারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়েটির। বাড়িতে ছিলেন ইয়ুক্তি বাবা-মা ও পরিবারের সদস্যরা।

কিন্ত তাঁরা কিছু বুঝে ওঠার আগে মৃত্যু হয় শিশুটির। এই ঘটনার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই শিশুটির পরিবার ও এলাকার বাসিন্দারা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার সময় চিকিৎসকরা জানান, ইয়ুক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কুলারের কিছুটা অংশ ভাঙা ছিল। সেই ভাঙা জায়গায় হাত লাগার ফলেই বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *