প্রধান উদ্দেশ্য মোদীকে হটানোই, কোনও সমস্যা নেই নেতৃত্ব নিয়ে এমনটাই জানালেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মোদীকে হটানোই তাদের একমাত্র প্রধান লক্ষ্য। বিজেপি বিরোধী শক্তিশালী জোট তৈরি করা। আর সেকাজে আমরা সফল হবই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার এমনটাই জানিয়েছেন নাগপুরের বিদর্ভে চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর। ইতিমধ্যেই বিরোধীরা মোদি-বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে। আর সেই প্রক্রিয়ায় গতি আনতেই তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল মিলিত হয়েছিল গত জুন মাসে শারদ পাওয়ারের বাড়িতে। আর সেখানেই বিজেপি বিরোধী জোটের নেতারা তাদের মত বিনিময় করেন প্রাথমিকভাবে জোটের খসড়া নিয়েও।

এদিনের সাংবাদিক সম্মেলনে আরও প্রশ্ন ওঠে, পশ্চিমবঙ্গে বিজেপিকে দুরমুশ করে বিপুলভাবে জিতে আসা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই কি মোদি বিরোধী জোটের প্রধান মুখ হবেন আগামী লোকসভা নির্বাচনে? সরাসরি এ প্রশ্নের জবাব না দিয়ে দুঁদে রাজনীতিক পাওয়ারের বক্তব্য, ‘আমাদের একমাত্র মূল লক্ষ্য মোদিকে হঠানো। কারণ, দেশের মানুষ এখন মুক্তি চাইছেন বিজেপির ধুরবাজ থেকে। আগে মজবুত জোট গঠন করতে হবে আমজনতার ইচ্ছাকে মর্যাদা দিয়েই । এখানে গৌণ বিরোধীদের মুখ।’

এর পরই প্রশ্ন ওঠে, তা হলে কবে হবে জোট নিয়ে পরবর্তী বৈঠক? শারদ পাওয়ার তখন জানিয়ে দিয়েছেন, ‘ এ বিষয় নিয়ে আমরা ফের আলোচনায় বসব সংসদের আসন্ন শীতকালীন অধিবেশন চলাকালীনই।’ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে জাতীয় রাজনীতিতে মোদি বিরোধী প্রধান মুখ হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন মূলত এবারের বিধানসভা নির্বাচনে বাংলায় বিপুল সাফল্যের পর। ফলে মমতাই বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব দিক ,এমনটাই চাইছে বহু আঞ্চলিক দলই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *