গুলমাতে সাধারন মানুষের পাশে সূর্যসেন কলেজ এবং অন্যান্য সেচ্ছাসেবী সংস্থা
শিলিগুড়ির : শিলিগুড়ির গুলমাতে সূর্যসেন কলেজ এবং সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুস্থদের মধ্যে জামাকাপড় এবং খাবার বিতরন করা হল। এদিন সকালে গুলমাতে যান সূর্যসেন কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা। উপস্থিত ছিলেন আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা। বাচ্চাদের মধ্যে খাতা এবং বই বিতরন করা ছাড়াও নানান ধরনের খাবার বিতরন করা হয়। এদিন গুলমাতে একেবারেই দুস্থদের সাথে নিজেদের সময় কাটান সূর্যসেন কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা।
অশিক্ষক কর্মচারীরা নিজেদের অনেক সময় কাটান ওই ধরনের দুস্থদের সাথে। তাদের বিভিন্ন অভাবের কথাও শোনেন। তাদের সাথে কথা বলেন অনেকটাই। বাচ্চাদের নিয়ে সময় কাটান শিক্ষকেরা। তাদের মধ্যে অন্যতম তনিমা ঘোষ জানান আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে তোলা। আজকে আমাদের এখানে আসা সফল হল। আমাদের কাজ ছিল এখানে এসে এই সব সাধারন মানুষের সাথে কিছুটা সময় কাটানো যেটা আজকে করতে পেরে আমাদের ভালো লাগছে। এদিনের অনুষ্ঠানে যারা যারা উপস্থিত ছিলেন কিংবা হয়েছিলেন তাদের আমরা আবার আসতে বলেছি বলে জানান তিনি।