গোপন সূত্রের ভিত্তিতে সীমান্তে বড় সাফল্য অর্জন করল সীমান্ত নিরাপত্তা বাহিনী, উদ্ধার হল মাদক ,গ্রেপ্তার দুই পাচারকারী
নিজস্ব সংবাদদাতা: গোপন সূত্রের ভিত্তিতে সীমান্তে বড় সাফল্য অর্জন করল সীমান্ত নিরাপত্তা বাহিনী (SSB)। ৪১ নম্বর ব্যাটালিয়ন, রানিডাঙ্গা এবং বিহার পুলিশের গলগালিয়া থানার যৌথ উদ্যোগে ১৫ অক্টোবর ২০২৫ তারিখে বিহারের কিশনগঞ্জ জেলার লাকড়ি ডিপো গ্রামে এক অভিযানে চালানো হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন ১.১৯২ কেজি ব্রাউন সুগার, ১৬৮টি নাইট্রাজেপাম ট্যাবলেট, ৮৩,২৯৯ ভারতীয় মুদ্রা ও NPR ৪,০৭,৬৭৫, সহ ৯টি মোবাইল ফোন ও একাধিক নথিপত্র উদ্ধার করা হয়। অভিযানে দুইজন পাচারকারীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে পুলিশ ও এসএসবি সদস্যরা। উদ্ধার করা সমস্ত সামগ্রী ও আটক ব্যক্তিদের গলগালিয়া থানার হেফাজতে হস্তান্তর করা হয়। এসএসবি ও বিহার পুলিশের এই সফল সমন্বিত অভিযানে সীমান্তবর্তী অঞ্চলে মাদক পাচার রোধে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
