গোলকগঞ্জে কোচরাজবংশী আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ,আহতদের দেখতে হাসপাতালে উপস্থিত হলেন বুদ্ধিজীবীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : আসামের একাধিক জেলায় দীর্ঘদিন ধরেই কোচরাজবংশী সম্প্রদায়ের মানুষের CAA এর বিরোধ এবং জনজাতিকরণের দাবিকে কেন্দ্র করে আক্ৰাছুর ডাকে গোলকগঞ্জে রাস্তায় নামেন আন্দোলনকারীরা। সেই সময় পুলিশ লাঠিচার্জ করলে বহু পুরুষ ও মহিলা আন্দোলনকারী আহত হন। এদিন আহতদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিতে ধুবুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে উপস্থিত হন আসামের প্রখ্যাত সংগীত শিল্পী প্রবীর সরকার সহ অন্যান্য বুদ্ধিজীবীরা। এদিন আহতদের দ্রুত আরোগ্য কামনাও করা হয় তাদের পক্ষ থেকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *