শিলিগুড়ির মানুষ মেতে উঠল রামমন্দির উৎসবে, বাড়িতে বাড়িতে জ্বললো মোমবাতি ও প্রদীপ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ির : গতকাল শিলিগুড়িতে রামমন্দিরের উৎসবে মেতে উঠল সাধারণ মানুষ। অন্যান্য জায়গার মত এদিন মোমবাতি এবং প্রদীপের ছোয়া লেগে গেল শিলিগুড়িতেও। সারা শিলিগুড়ি যেন এদিন এক একেবারেই আলাদা চেহারা নেয়। মানুষ এদিন জায়গায় জায়গায় লাইনে দাড়িয়ে প্রসাদও গ্রহণ করেন। এক অজানা আনন্দে মেতেও উঠে শিলিগুড়ি শহরের সব মানুষ। এদিন সব মানুষই যেন একেবারেই এক আলাদা আনন্দ মেতে উঠে। মানুষ নিজেরাই উদ্যেগ নিয়ে এই দিনটিকে পালন করেন । সবার একটাই কথা আজকের দিনটা কারো নয় আজকের দিনটি সমস্ত হিন্দুদের জন্য। সারা বিশ্বের হিন্দু সমাজ গর্বিত আজকের এই দিনটার জন্য। আগামীদিনে ভারতের মানুষ ভারতকে চিনবে আলাদা করে এবং আলাদাভাবে। শুধুমাত্র সময় এর অপেক্ষায় আছে গোটা ভারতবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *