গ্রামবাসীরা পুড়িয়ে মারল দুই গরুপাচারকারীকে ভয়াবহ এই কান্ড হরিয়ানায়
গরুপাচারকারী সন্দেহে ২ যুবককে জীবন্ত পুড়িয়ে মারলেন গ্রামবাসীরা। এর নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাজস্থানের বাসিন্দা ২ গরু পাচারকারী। তাঁদের অপহরণ করে হরিয়ানার গ্রামের বাসিন্দারা জীবন্ত পুড়িয়ে মারে। পরিকল্পনা করে তাঁদের খুন করা হয়েছে কিনা সেকা খতিয়ে দেখা হচ্ছে। রাজস্থানের বাসিন্দা দুই যুবক। তাঁদের নাম নাসির (২৭) এবং জুনেদ(৩৫)। রাজস্থানের গোপাল গড়ের বাসিন্দা তাঁরা। সূত্রের খবর গতকাল রাতে তাঁদের গোরক্ষকরা তুলে নিয়ে যায়। শুক্রবার সকালে তাঁদের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে একটি গাড়িতে। এই ঘটনার নেপথ্যে বজরং দল রয়েছে বলে অভিযোগ। বজরং দলের গোরক্ষা বাহিনীই এই কীর্তি করেছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই রাজস্থান পুলিশ অপহরণের মামলা দায়ের করেছে।