ঘাসফুল এর কামাল ত্রিপুরায় , তৃণমূল দ্বিতীয় স্থানে উঠে এল পুরনির্বাচনে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে ত্রিপুরাবাসী পুরভোটে তাদের আস্থা রাখলো তৃনমূলের উপরই। CPIM-কে তৃতীয় স্থানে পাঠিয়ে এমনকি দ্বিতীয় স্থানে উঠে এলো ঘাসফুল শিবির।মূলত, বৃহস্পতিবার ভোট হয়েছিল ত্রিপুরার একাধিক পুরসভা, পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের। আর রবিবার ছিল তারই ফলপ্রকাশ। এছাড়াও গোটা ত্রিপুরা জুড়ে নজর ছিল আগরতলা পুরসভার উপরে। ত্রিপুরা বিধানসভা নির্বাচন তৃণমূলের আসল লক্ষ্য হলেও তার আগে ত্রিপুরার পুর ও নগরপালিকা নির্বাচনকেই আপাতত পাখির চোখ করেছিল তারা।এমনকি বলা যায় সেই লক্ষ্যে তারা সফল হল কিছুটা হলেও।
প্রসঙ্গত, তৃণমূল ত্রিপুরা পুরভোটে আগরতলার সবকটি ওয়ার্ড অর্থাৎ ৫১ ওয়ার্ডেই প্রার্থী দিয়েছিল। আর প্রাথমিক ট্রেন্ডে দেখা গেছে অধিকাংশ ওয়ার্ডেই প্রথম না হলেও তাঁরা দ্বিতীয় স্থান ধরে রেখেছে, এমপন্কি কিছু ওয়ার্ডে তারা ‘জয়ী’ বিজেপির সঙ্গে জোর টক্কর দিয়েছে। আর সবথেকে তাৎপর্যপূর্ণ হল CPIM-কে তৃতীয় স্থানে পাঠিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঘাসফুল শিবির। অর্থাৎ, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দখল করে নিয়েছে বিরোধী পরিসর।২০২৩-এ ত্রিপুরায় ফাইনাল। এটা বলা বাহুল্য তার আগে বৃহস্পতিবার ত্রিপুরায় সেমিফাইনাল খেলে নিয়েছে তৃণমূল কংগ্রেস।