ঘোর অঘটন গণেশ বিসর্জনের দিনেই ,মুম্বাইতে ৫ টি তাজা প্রাণ তলিয়ে গেল সমুদ্রের গভীরে
বেস্ট কলকাতা নিউজ : গতকাল রবিবার মুম্বাইয়ে সমাপ্তি হয়েছে টানা ১১ দিনের গণেশ উৎসবের৷ সারাটা দিন গণেশ বিসর্জনের ছবি ধরা পড়েছে সমগ্র মহারাষ্ট্র জুড়েই৷ বেরিয়েছে এমনকি বিশাল শোভাযাত্রাও৷ এদিকে মহারাষ্ট্রবাসীও খুশি খুশি মনে বিদায় জানিয়েছে এমনকি গণপতি বাপ্পাকেও৷ কিন্তু চরম শোকের খবর শোনা গিয়েছে এমন আনন্দের দিনেও৷ পাঁচটি ছেলের সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে গণপতি বিসর্জনের সময়৷ তাদের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে দুজনকে৷এখনও তিনজন নিখোঁজ ৷ এই খবর নিশ্চিত করা হয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে৷
বিএমসি আরও জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মুম্বইয়ের ভারসোভা জেটির কাছে৷ ওই ছেলেগুলি সমুদ্রের জলের অনেকটাই গভীরে চলে গিয়েছিল গণেশ বিসর্জনের সময় ৷ তখনই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা৷ ১০ জন তলিয়ে যায় সমুদ্রের গভীরে৷ এর মধ্যে দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে স্থানীয়দের চেষ্টায়৷ তাদের ভর্তি করা হয় মুম্বইয়ের কুপার হাসপাতালে৷ পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে বাকি আটজনের মধ্যে৷ তিনজন এখনও নিখোঁজ ৷দমকলের সাহায্য নিয়ে উদ্ধারকার্য চলছে তাদের খোঁজে৷
এই বিষয়ে মুম্বই দমকলের চিফ ফায়ার অফিসার মনোজ ওয়ামান পোহানেকার বলেছেন, “যেখানে দুর্ঘটনা ঘটেছে ওই স্থানটি পড়ে না বিসর্জনের জন্য ওই নির্ধারিত জায়গাগুলির মধ্যে৷ আমরা সতর্ক করে দিয়েছিলাম এমনকি সাধারণ মানুষকেও৷ কিন্তু ওই ছেলেগুলি গণেশ বিসর্জনের জন্য সেখানে যায় সতর্কতা অমান্য করেই৷ যে কারণেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷” তিনি জানিয়েছেন, উদ্ধারকার্যের জন্য নেভি ড্রাইভার এবং পুলিশ বোটের অনুরোধ করা হয়েছে৷