এক মাংস ব্যবসায়ী গ্রেফতার হল হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত ও পুলিশকে হামলার অভিযোগে !

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের এক ব্যবসায়ী গ্রেফতার হল ধর্ম অবমাননার অভিযোগে। যোগী রাজ্যে উত্তপপ্রদেশে এক মুসলিম মাংস ব্যবসায়ীকে গ্রেফতার করা হল হিন্দু দেবদেবীকে অপমানের অভিযোগে । তাঁকে পাঠানো হয়েছে পুলিশ হেফাজতে । পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ভাইরাল হওয়া ছবির ভিত্তিতে।

জানা গিয়েছে, ওই মাংস ব্যবসায়ী ক্রেতাদের খবরের কাগজে মুড়ে মাংস দিচ্ছিলেন প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ হওয়ার কারণে। একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তাতে দেখা যায়, তিনি যে খবরের কাগতে মুড়ে মাংস বিক্রি করছেন তাতে রয়েছে হিন্দু দেব-দেবীর ছবি। আর তাতেই চরম ক্ষিপ্ত হয় হিন্দু ধর্মাবলম্বীরা।

এদিকে পুলিশ জানিয়েছে, গত রবিবার এই ঘটনা ঘটে । স্থানীয়রা অভিযোগ করেন, তালিব হোসেন নামে ওই মাংস ব্যবসায়ী মুরগির মাংস ক্রেতাদের দিচ্ছেন খবরের কাগজে মুড়ে, তাতে হিন্দু দেব-দেবীর ছবি রয়েছে। এতেই চরম আঘাত লেগেছে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে।অভিযোগ, ওই ব্যবসায়ীকে গ্রেফতার করতে গেলে সে ছুরি নিয়ে পুলিশের উপর হামলা করে । পুলিশ এফআইআর দায়ের করে। তালিবকে অভিযুক্ত করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ২৯৫এ এবং খুনের চেষ্টার অভিযোগে ৩০৭ ধারায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *