চরম নারকীয় ঘটনা বিহারে ! নাবালক দাদা-বোনকে পুড়িয়ে হত্যা দুষ্কৃতীদের , এনডিএ সরকারকে ঝাঝালো আক্রমণ কংগ্রেসের তরফে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দুই নাবালককে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা পটনায় ৷ মৃতদের নাম অঞ্জলি (১০ ) এবং অংশ (১৫ ) ৷ তারা জানীপুরের বাসিন্দা ৷ তাদের মা শোভা দেবী পটনা এইমস-এর নার্স ৷ বাবা লালন কুমার নির্বাচন কমিশনের কার্যালয়ের কর্মী ৷ কেন দুই নিরপরাধ নাবালক দাদা-বোনকে এভাবে হত্যা করা হল, তার কারণ এখনও জানা যায়নি ৷ জানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় ৷ তাদের সঙ্গে পৌঁছন ফরেন্সিকের বিশেষজ্ঞরাও ৷ ডগ স্কোয়াডের একটি দলও এদিন সেখানে আসে ৷ কারা এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী, তা জানা যায়নি ৷ জানীপুর থানার এসআই হর্ষবর্ধন বলেন, “ঘর থেকে এক নাবালক ও এক নাবালিকার দেহ পাওয়া গিয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷”

এদিকে অনুমান স্কুল থেকে ফিরে ঘুমাচ্ছিল ৷ সেই অবস্থায় ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ এদিকে বাবা লালন কুমারের বক্তব্য, তাঁর দুই সন্তানকে হত্যা করে তাদের ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিবেশীরা ৷ একের পর এক খুনের ঘটনায় রাজধানী পটনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এদিকে বিহার কংগ্রেস এই ঘটনায় এনডিএ সরকারকে দুষেছে ৷ সোশাল মিডিয়ায় কংগ্রেসের তরফে করা পোস্টে রাজ্যের এনডিএ শাসনকে গুন্ডারাজের সঙ্গে তুলনা করেছে বিরোধী দল ৷ কংগ্রেস লিখেছে, “এইমস-এর নার্সের নিরপরাধ দুই শিশুকে হত্যা করা হয়েছে ৷ ঘরে ঢুকে তাদের জীবন্ত পুড়িয়ে মারা হয় ৷”

সম্প্রতি বিহারে একের পর এক অপরাধের ঘটনা ঘটেই চলেছে ৷ জুলাই মাসের গোড়ার দিকে এক ব্যবসায়ী তথা বিজেপি নেতা গোপাল খেমকাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা ৷ এছাড়া পরপর বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন কোথাও ব্যবসায়ী, তো কোথাও নিরপরাধ সাধারণ মানুষ ৷ চলতি বছরের শেষ দিকে বিহারে বিধানসভা নির্বাচন ৷ তার আগে দুষ্কৃতীদের তাণ্ডবে চরম অতিষ্ঠ বিহারবাসী ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *