চরম ভুল করেছি BJP কে ভোট দিয়ে, MLA -দের দেখা নেই জেলা জুড়ে ব্যাপক নদি ভাঙ্গনে ” গভীর অনুশোচনা কোচবিহারের মানুষের
বেস্ট কলকাতা নিউজ : বিধায়কদের দেখা নেই জেলা জুড়ে ব্যাপক নদি ভাঙ্গনে। ভোট দিয়ে চরম ভুল করেছি, অনুশোচনা কোচবিহারের সাধারণ মানুষের। পর পর টানা চারদিন বন্যা পরিস্থিতি। এদিকে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষও হতাশ জল নামার সাথে সাথেই ব্যাপক নদি ভাঙ্গনে। দেখা নেই এমনকি বিজেপি বিধায়কদেরও। সাধারণ মানুষ চরম হতাশায় ভুগছে ।কোচবিহারের নাটা বাড়ির বাসিন্দা জগদিশ মণ্ডল, শান্তনু অধিকারীদের কথায়,বিধায়ক মিহির গোস্বামী এসেছিলেন ভোট নেওয়ার সময় । আর দেখা পাওয়া যায়নি তারপরে। ভুল করেছিলাম সেই সময় ভোট দিয়ে। ঘরঘড়িয়া নদীর ভাঙ্গনে নদীগর্ভে তলিয়ে গেছে আমাদের প্রচুর জমি। চূড়ান্ত অসহায়তার মধ্যে যোগাযোগ করেছিলাম, তিনি কোনো উত্তর দেননি।
এদিকে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর এক এবং দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা যথাক্রমে দিপালী সাহা, ফনিভূষণ মজুমদার বলেন, তুফানগঞ্জ এর বিধায়ক মালতি রাভা রায় যেকোন বিপদে পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কয়েক হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে বিগত চার দিনে বন্যা পরিস্থিতিতে। দেখা তো দূরের কথা, টেলিফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।প্রায় একই ধরনের ক্ষোভ দেখান মাথাভাঙ্গা ও শীতলকুচির বাসিন্দারা।
গোটা উত্তরবঙ্গ জলমগ্ন হয়ে পড়ে লাগাতার একটানা ১০ দিনের বৃষ্টিতে।কোচবিহার সহ উত্তরের বিভিন্ন এলাকায় প্রবল বন্যা পরিস্থিতি তৈরি হয় । জল কিছুটা কমতেই কোচবিহারের পাঁচটি মহাকুমার প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার নদী সংলগ্ন এলাকা ব্যাপক ভাঙ্গন কবলিত হয়ে পড়েছে।কোচবিহার জেলার সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে, নদীর স্রোত যেভাবে বাড়ছে তাতে আরো বাড়বে ভাঙ্গন।
এদিকে বিধায়কদের প্রতি কটাক্ষ ছুড়ে দিয়ে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস চেয়ারম্যান গিরীন্দ্র নাথ বর্মন বলেন, বিজেপির আর কোন কাজ নেই ভাওতাবাজি ছাড়া। ২০২১ বিধানসভা নির্বাচনে মানুষ পা দিয়েছিল ভুল প্ররোচনায়, সেটা তারা বুঝতে পেরেছে এটাই সান্তনা, এর উত্তর অবশ্যই মানুষ দিয়ে দেবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে।