চাপ চাপ রক্ত মিশে বৃষ্টির জলে , এক ভয়ঙ্কর ঘটনা বাজকুলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বৃষ্টিভেজা সকালে ভয়াবহ দুর্ঘটনা। দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত্যু হয় দু’জনের। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাজকুলে। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে বাজকুলে মাছ বোঝাই মেশিন ভ্যানের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।একেবারে উল্টে যায় মাছ বোঝাই ভ্যানটি। লরির নিচে ছিটকে পড়েন দু’জন। বৃষ্টির জলের সঙ্গে রক্ত মিশে ভয়ঙ্কর সে দৃশ্য। লরির চাকা একেবারে পিষে দেয় দু’জনকে। আহতদের উদ্ধার করে প্রথমে বাজকুলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে এই দুর্ঘটনা পর জাতীয় সড়ক একেবারে অবরুদ্ধ হয়ে যায়। পরে ভূপতিনগর থানার পুলিশ গিয়ে লরি ও দুর্ঘটনাগ্রস্ত ভ্যানটি সরিয়ে জাতীয় সড়ক স্বাভাবিক করে। যদিও মৃত দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মারিশদা কালীনগর থেকে মাছ নিয়ে নন্দকুমারের দিকে যাচ্ছিল ভ্যানটি। তাতে চারজন ছিলেন। কাঁথির দিকে সে সময় একটি লরি যাচ্ছিল। এদিকে তুমুল বৃষ্টি। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা। ভূপতিনগর থানার এক পুলিশ আধিকারিক বলেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। লরি ও ভ্যান থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *