চারঘাটে মহামিছিল পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে
বেস্ট কলকাতা নিউজ : সোমবার বিকেলে স্বরূপনগর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মহামিছিলের আয়োজন করা হয় পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে। সগুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লবণগোলা দলীয় অফিস থেকে মিছিল শুরু হয়ে চারঘাট সবজি বাজার এবং চারঘাট গ্রামীণ হাসপাতালের সামনে থেকে মিছিল ঘুরে গিয়ে শেষ হয় চারঘাট শ্মশানের সামনে । মিছিলে উপস্থিত কর্মী ও আপামর জনসাধারণ মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোরালো সোচ্চার তোলেন।
ফেস্টুন, ফ্ল্যাগ ও পোস্টার নিয়ে কর্মীরা স্লোগান তোলেন কেন্দ্রের অপশাসনের বিরুদ্ধে। মিছিলে উপস্থিত ছিলেন স্বরূপনগর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মন্ডল, তৃণমূল কংগ্রেসের তেপুল – মির্জাপুর অঞ্চল সভাপতি সমীর সাহা, সগুনা অঞ্চলের সভাপতি রবিউল ইসলাম মন্ডল, চারঘাট অঞ্চলের সভাপতি আব্দুল বারি সর্দার, রামচন্দ্রপুর উদয় অঞ্চলের সভাপতি মহসীন মন্ডল, এসিএসটি সেলের ভরত দাস, যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সুরজিৎ চক্রবর্তী, আইএনটিটিইউসি নেতৃত্ব হাসান মন্ডল সহ প্রায় হাজারের উপরে তৃণমূল কর্মী ও সমর্থকরা। কনক চন্দ্র মন্ডল সমগ্র মিছিলটির সামগ্রিক নেতৃত্ব দেন । অলক মন্ডল বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল ও রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে তাতে চরম নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষেরই । অবিলম্বে এর দায়ভার নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত।