অবশেষে শ্রীলঙ্কা সরকার বিমান সংস্থা বিক্রি করবে সরকারি কর্মীদের বেতন দিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শ্রীলঙ্কা সরকার নিজেদের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিক্রি করার পরিকল্পনা করেছে লোকসান কাটিয়ে উঠতে । পাশাপাশি জানা গেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে নতুন মুদ্রার নোট ছাপা হবে বলেও। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রনিল বিক্রমাসিংহে এও বলেন, তার প্রশাসন বেসরকারি খাতে দিয়ে দেওয়ার পরিকল্পনা করছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সকে। ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত এই প্রতিষ্ঠানটি লোকসান করেছে ১২৪ মিলিয়ন মার্কিন ডলারের । তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য তিনি নতুন করে মুদ্রা নোট ছাপতে বাধ্য হয়েছে, যা চাপ সৃষ্টি করবে দেশের বর্তমান মুদ্রার উপর।

জাতির কাছে মাত্র একদিনের পেট্রোলের মজুদ রয়েছে উল্লেখ করে অভিজ্ঞ এই প্রধানমন্ত্রী বলেন, শ্রীলঙ্কার জলসীমায় নোঙর করা অপরিশোধিত তেল এবং ফার্নেস তেলসহ তিনটি জাহাজের জন্য সরকার খোলা বাজার থেকে ডলার সংগ্রহের জন্য কাজ করছে। আগামী কয়েক মাস আমাদের জন্য সবচেয়ে কঠিন সময় হবে উল্লেখ করে বিক্রমাসিংহে এও বলেন, ‌সঙ্কট সমাধানের জন্য আমাদের অবিলম্বে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি জাতীয় পরিষদ অথবা একটি শক্তিশালী রাজনৈতিক সংঘ প্রতিষ্ঠা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *