চিকিৎসকরা ফের লকডাউন চাইছেন না করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে ফের প্রায় এক হাজারে পৌঁছে গিয়েছে করোনা দৈনিক সংক্রমণ। এদিকে, ইতিমধ্যেই চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে জানানো হয়েছে, করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে এ রাজ্যেও। যদিও, স্বাস্থ্য দফতর বলছে, এখনও সেকেন্ড ওয়েভ শুরু হয়নি এ রাজ্যে। আর, চিকিৎসকদের বিভিন্ন অংশের তরফে জানানো হচ্ছে, এই ধরনের পরিস্থিতির মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য। কিন্তু, মোটেই কাম্য নয় ফের লকডাউন।
গতকাল রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে ৯৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। অর্থাৎ, এ রাজ্যে দৈনিক সংক্রমণ ফের পৌঁছে গিয়েছে প্রায় এক হাজারে। এই ধরনের পরিস্থিতির মধ্যে কি ফের লকডাউনের প্রয়োজন এই রাজ্যে ? লকডাউনে দুঃসহ অভিজ্ঞতা রয়েছে আমাদের। লকডাউনে আঘাতপ্রাপ্ত হয় এমনকি গরিব মানুষের রুটি-রুজিও। এ কথা জানিয়ে রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক মানস গুমটা বলেন, “লকডাউন করলে রোগটিকে নিয়ন্ত্রণ করা যেতে পারে একটা স্টেজ পর্যন্ত। কিন্তু, যেখানে করোনার টিকাকরণ শুরু হয়ে গিয়েছে, সেখানে সংক্রমণ প্রতিরোধের জন্য অন্য যে বিষয়গুলি রয়েছে লকডাউনের পরিবর্তে , গুরুত্ব দেওয়া উচিত সেই বিষয়গুলোকেই।”