এবার ২০০ টাকা জরিমানা গুনতে হবে মাস্ক ছাড়া মেট্রোয় চাপলেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার থেকে ২০০ টাকা জরিমানা দিতে হবে মাস্ক ছাড়া মেট্রো স্টেশনে কিংবা ট্রেনে উঠলেই। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত কার্যকর করেছে বুধবার থেকেই । সংক্রমণ বাড়ছে এমনকি গোটা দেশে। সংক্রমণের হার বাড়ছে এমনকি কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলাতেও। এই পরিস্থিতিতে কলকাতা মেট্রো এই সিদ্ধান্ত নিল বিপর্যয় মোকাবিলা আইনে। মূলত মেট্রো কর্তৃপক্ষ ক্রমাগত ‘‌নো মাস্ক, নো মেট্রো’‌ প্রচার চালিয়ে যাচ্ছে গত ১৭ মার্চ থেকে ।বারেবারে সচেতন করা হয়েছে এমনকি মাস্কহীন যাত্রীদের। তখনই মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘‌আমরা মাস্ক পরার আবেদন জানিয়েছি যাত্রীদেরকে । বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এমনকি মাস্কহীন যাত্রীদের স্টেশনে প্রবেশের ক্ষেত্রেও। এখনও নেওয়া হয়নি জরিমানার চূড়ান্ত সিদ্ধান্ত।’‌এবার কিন্তু জরিমানার সিদ্ধান্তই নেওয়া হল। মাস্ক ছাড়া স্টেশন বা ট্রেনে চড়লেই কড়কড়ে ২০০ টাকা জরিমানা গুণতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *