চিতাকে নিয়ে চরম আতঙ্ক ছড়াচ্ছে উত্তরবঙ্গে, বনে যেতে অনীহা শ্রমিকদের
নিজস্ব সংবাদদাতা : চিতাবাঘ নাম শুনলেই মনে শিহরন জেগে ওঠে সাধারন মানুষের মনে।আর গত কয়েক বছর ধরে জঙ্গলে গিয়ে চিতার আক্রমনের হাতে পড়ছেন অনেকেই। তা সে বনে কাঠ কাটতে যাওয়া কর্মী হোক কিংবা সাধারন মানুষ। ধরা পড়ছে ঠিকই তবে ভয় আমাদের কাছে ভীষণভাবে আছে বলে জানালেন বনে কাঠ কাটতে যাওয়া কর্মীরা। তারা জানিয়েছেন বোঝাই যায় না, কোথা থেকে আক্রমন করে চিতা। সবচাইতে ভয়ানক ব্যাপার ওরা গাছে উঠতে পারে এবং গাছ থেকে ঝাপ দিতে পারে। এটাই সবচাইতে বড় আতঙ্কের বিষয় আমাদের কাছে। জানালেন তারা। তারা জানালেন চিতার হাতে পড়ে অনেকেরই সর্বনাশ হয়েছে। তাই চিতার আশঙ্কায় কেউ আর কাজে যেতে চাইছেন না। প্রচুর মানুষ কাজের সুত্র ধরে ঘোরাফেরা করেন বনের ভিতর দিয়ে। তাই তাদের মধ্যে একটা আতঙ্ক এবং আশঙ্কা থেকেই যাচ্ছে।
এদিকে চিতাবাঘের হাতের থাবা খেয়েও অনেক মানুষ হাসপাতালে ভর্তি আছেন। তারা জানিয়েছেন কখন কোথা থেকে চিতাবাঘ আসে কোন নিশ্চয়তা একেবারেই নেই। তাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে আর কাজে যাব না, জানিয়েছেন তারা। বিশেষজ্ঞরা জানিয়েছেন খেতে না পেরেই মাথা গরম হয়ে যায় ওদের তাই মানুষকে আক্রমন করে বসে ওরা। তবে এটা ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন ওরা।