চিনা পণ্যের রাতারাতি বর্জনে ধাক্কা খেতে পারে ‘মেক ইন ইন্ডিয়া’ :এমনটাই মত ORF চেয়ারম্যান সুঞ্জয় জোশীর
বেস্ট কলকাতা নিউজ : প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ৫৯ টি চিনা মোবাইল অ্যাপকে নিষিদ্ধ করা৷ কিন্তু এতে আখেরে কী পাওয়া যাবে যথেষ্ট সন্দেহ রয়েছে তা নিয়েও। চিনকে উপযুক্ত জবাব দিতে হলে দীর্ঘমেয়াদি কৌশলগত দূরদৃষ্টি গড়ে তুলতে হবে ভারতকে৷ এমনটাই মনে করেন ORF (অবজ়ার্ভার রিসার্চ ফাউন্ডেশন)-এর চেয়ারম্যান সুঞ্জয় জোশী। সাংবাদিক স্মিতা শর্মার সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, রাতারাতি কোনও সরবরাহ ব্যবস্থাকে ছিন্ন করা একরকম প্রায় অসম্ভব৷
‘মেড ইন চায়না’কে এভাবে আটকানোর চেষ্টা হলে তাতে ঝাঁকুনি লাগতে পারে ‘মেড ইন ইন্ডিয়া’র উদ্যোগেও । তিনি আরও বলেন যে একটা প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে হবে এ দেশের সরকারকেই৷ এখানে উৎপাদনের খরচ যাতে কমে৷একে অপরকে বিশ্বাস করতে হবে শিল্প ও সরকার উভয় পক্ষকেই । তাঁর কথায়, চিনের পরিবর্তে আমদানির জন্য তাইওয়ান বা ভিয়েতনামের উপর নির্ভর করলেও যে চিনের প্রভাব চলে যাবে তার কোনও রকম গ্যারান্টি নেই । বিশিষ্ট কৌশল বিশেষজ্ঞ এও বলেন, যখন জীবন ও জীবিকার বড় মূল্য দিতে হচ্ছে মহামারির মধ্যেও তখন ভারতের উচিত বাস্তবসম্মত দৃষ্টিকোণ গ্রহণ করা চিনের ক্ষেত্রে৷ নয়তো ভারত আরও ক্ষতিগ্রস্ত করতে পারে তার নিজের অর্থনীতিকেই।