দেশে রান্নার LPG গ্যাসের দাম আড়াই গুণ বেড়েছে BJP আমলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চরম নাভিশ্বাস উঠেছে দেশবাসীর। মোদী সরকার এলপিজি সিলিন্ডারের দাম ফের ৫০ টাকা বাড়িয়েছে আমজনতার দুশ্চিন্তা বাড়িয়ে।

সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই দিশা হারিয়েছে রেকর্ড মূল্যস্ফীতির জেরে । কিছুদিন ধরেই এলপিজির দাম ক্রমাগত বেড়েছে । পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, মোদী-জমানায় প্রায় আড়াই গুণ বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম । এদিকে রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-এর তথ্য অনুসারে, ২০১৪ সালের মার্চে ৪১০ টাকা ছিল একটি ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম । সর্বশেষ বৃদ্ধির পর ৫০ টাকা বাড়ানো হয়েছে ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম। এখন থেকে দিল্লীতে ঘরোয়া এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে ১০৫৩ টাকায় ।

১৪.২ কেজি সিলিন্ডারের পাশাপাশি ৫ কেজির ছোট ঘরোয়া সিলিন্ডারের দামও বেড়েছে। এর দাম সিলিন্ডার প্রতি বেড়েছে ১৮ টাকা। এভাবে গত আট বছরে দেশীয় ব্যবহারের জন্য ১৪.২ কেজি সিলিন্ডারের দাম প্রায় বেড়েছে ১৫৭ শতাংশ।

কোন শহরে এখন কত রেট (সব দাম টাকায়), দেখে নেওয়া যাক এক নজরে :

দিল্লী : ১০৫৩
মুম্বই : ১০৫৩
কলকাতা : ১০৭৯
চেন্নাই : ১০৬৯
লখনউ : ১০৯১
জয়পুর : ১০৫৭
পাটনা : ১১৪৩
ইন্দোর : ১০৮১
আহমেদাবাদ : ১০৬০
পুনে : ১০৫৬
গোরক্ষপুর : ১০৬২
ভোপাল : ১০৫৯
আগ্রা : ১০৬৬

উল্লেখ্য, গত এক বছরেই দিল্লীতে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় বেড়েছে ২১৯ টাকা। এক বছর আগে এর দাম ছিল ৮৩৪.৫০ টাকা, যা এখন বেড়ে ১০৫৩ টাকা হয়েছে। এর আগে ১৯ মে ১৪.২ কেজি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। তখন এর চার টাকা দাম বেড়েছে। এর আগে ২২শে মার্চও ৫০ টাকা বেড়েছিল ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম। দিল্লীর প্রসঙ্গে এলে, ০১ মার্চ ২০১৪ পর্যন্ত ভর্তুকিযুক্ত ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪১০.৫০ টাকা। এক বছর পর, অর্থাৎ মার্চ ২০১৫-এ এর দাম বেড়ে দাঁড়ায় ৬১০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *