চিনা বাহিনী পিছু হঠল গালওয়ানে , ভারতীয় সেনা নজর রাখছে গতিবিধির উপরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে চিনা সেনা পিছু হঠল গালওয়ান উপত্যকায়। একই সঙ্গে পিছু হঠেছে ভারতীয় বাহিনীও। কয়েকদিন আগেই সীমান্তে উত্তেজনা প্রশমনে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছিল দুই বাহিনীর মধ্যে কম্যান্ডার স্তরের বৈঠকেও। সেনা সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই দাবি করেছে, গালওয়ান নদী সংলগ্ন যে এলাকাগুলি থেকে পিছিয়ে আসার বিষয়ে একমত হয়েছিল দু’পক্ষই , সেখান থেকে তাদের তাঁবু, বাহিনী এবং যানবাহন সরিয়ে নিয়েছে চিনা সেনা । তারা পিছিয়ে গিয়েছে প্রায় ১ থেকে ২ কিলোমিটার। ভারতীয় সেনাও বৈঠকের শর্ত মেনে বেশ কিছুটা পিছিয়ে এসেছে বলেও খবর মিলেছে। তবে এখনও চিনা বাহিনীর সশস্ত্র যানবাহন রয়েছে গালওয়ান নদী উপত্যকার গভীরে কয়েকটি জায়গায়। গোটা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনা সূত্রে।

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক জায়গায় ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল মে মাসের শুরু থেকেই। এর পরে দুই দেশের বাহিনী গত ১৫ জুন জড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। সেই ঘটনায় মৃত্যু হয় ২০ জন ভারতীয় সেনার। এর পরই চরমে পৌঁছয় সীমান্তে উত্তেজনা। দু’ পক্ষই বাড়ায় সামরিক তত্‍পরতা। উত্তেজনা কমাতে আলোচনাও চলতে থাকে সামরিক এবং কূটনৈতিক স্তরেও। দুই দেশের সেনার মধ্য কর্পস কম্যান্ডার স্তরের প্রথম দু’ বারের বৈঠকেই পিছু হঠতে রাজি হলেও পরে চিনা সেনা অনড় থাকে নিজেদের আগের অবস্থানেই। শেষ পর্যন্ত অবশেষে চিনা বাহিনী পিছু হঠল তৃতীয় বৈঠকের পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *