‘চুলের পাহাড়’ মিললো ট্রাকের ডিকি খুলতেই, অবশেষে চোখ কপালে উঠল গোয়েন্দাদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ৮০ লক্ষ টাকার চুল উদ্ধার করল রাজস্ব দফতরের গোয়েন্দারা। ঘটনা বিহারের মুজাফফরপুরের। ১ হাজার ৬৮০ কেজি চুল পাচার হওয়া থেকে রুখে দিল রাজস্ব বিভাগের গোয়েন্দারা। তদন্তকারী সূত্রে খবর, মধুবনীর মাধওয়াপুর সীমানা হয়ে চলছিল চুলের পাচার। সেই ফাঁকেই অভিযান চালিয়ে পাচারকারীদের গ্রেফতার করে গোয়েন্দারা। উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকার চুল।

দিকে গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ হয়ে চিনের পথে যাচ্ছিল এই হাজার হাজার কেজি চুল। কিন্তু বিহারেই ধরা পড়ে পাচারকারীরা। একটি নেপালগামী ট্রাকের মাধ্যমে চলছিল পাচার। গোপনসূত্রে খবর পেয়ে সেই ট্রাকে তল্লাশি চালান গোয়েন্দারা। আর তারপরেই উদ্ধার হয়ে চুলের পাহাড়। গ্রেফতার করা হয় তিন পাচারকারীকে। উল্লেখ্য, এই চুল পাচারকাণ্ডেও মিলেছে বাংলার যোগ। গ্রেফতার হওয়া তিন অভিযুক্তের মধ্যে দু’জন এ রাজ্যের মুর্শিদাবাদের বাসিন্দা। গ্রেফতার হওয়া তৃতীয় অভিযুক্ত বিহারেরই।

জানা গিয়েছে, তিরুপতি থেকেই এই বিরাট পরিমাণ চুলের চালান হয়ে থাকে। প্রতিবছর মন্দির এসে মানত করে চুল কাটেন কোটি কোটি পুণ্যার্থী। আর তাদের আস্থা নিয়েই অবৈধ ব্যবসা চালান এই পাচারকারীরা। শুধুই চিন নয়, বর্তমানে বাংলাদেশও হয়ে উঠেছে চুল পাচার ডেরা। প্রতিবছর ভারত-বাংলাদেশ সীমান্তে বহু চুল পাচারকারীরাকে পাকড়াও করেন সীমান্তরক্ষীরা। সমীক্ষা অনুযায়ী, গত এক বছরে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় বাজেয়াপ্ত হয়েছে মোট ৪০০ কেজি চুল। কী কাজে ব্যবহৃত হয় মানুষের চুল? কখনও অল্প পয়সা, কখনও বিনা মূল্য চুল সংগ্রহ করে চিন-বাংলাদেশে পাঠিয়ে দেয় পাচারকারীরা। এরপর চলে বিশেষ পদ্ধতিতে পরিষ্কার। তারপর সেই চুল দিয়ে তৈরি হয় উইগ। বর্তমানে যার বাজার দর হাজার হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *