চেয়ারে বসানো সহপাঠীর সাদাকালো ছবি, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হল স্কুলের পড়ুয়া থেকে শিক্ষকরা
বেস্ট কলকাতা নিউজ : একাদশ শ্রেণিতে পড়াশোনা করা শান্ত স্বভাবের মেয়েটির এমন অস্বাভাবিক মৃত্যু যেন কোনো ভাবেই মেনে নিতে পারছে না তার ক্লাসের সহপাঠীরা।এমনকি ও কারও সঙ্গে যেত না কোনও রকম ঝামেলাতেও। মিশুকে হওয়ার কারণে সবাই বসতো ওর কাছেই। দিতে পারত ভালো আলপনা।এমনকি স্কুলের বন্ধুদের সঙ্গে মন্ডপ সাজিয়েছে সরস্বতী পুজোর একদিন আগে থেকেই। বলতো কলেজে পড়বো, টিচার হবো! কিন্তু বাস্তবে পরিণত হল না সে স্বপ্ন।মৃত ছাত্রী ভূঁয়েরা পড়াশোনা করত বিএনএস হাইস্কুলে একাদশ শ্রেণীতে। বাড়ি উলুবেড়িয়া মহকুমার রাজাপুর থানার তুলসীবেড়িয়া অঞ্চলের সুমদা ধাড়াপাড়া গ্রামে। সরস্বতী পুজো দেখতে বেরিয়ে মৃতদেহ হয়ে বাড়ি ফিরল তিনদিন নিখোঁজ থাকার পর। পাড়ার শ্মশানে দাহ করবার সময়েও দাঁড়িয়ে ছিল এলাকার যুবকরা। তারা আরও জানান দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাওয়া হবে যতক্ষণ না দোষীদের ফাঁসি হয়। এ দিন এলাকার ছেলে-মেয়েরা স্কুলে এসেছিল ব্যাগে মোমবাতি নিয়ে।সামিল হল প্রতিবাদে, এও বুঝে গিয়েছিল নির্ভয়া দিদির মতো ওদের পাড়ার মেয়েটিও মারা গিয়েছে! দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয়েই।