ছেলেমেয়েদের বাংলাদেশে পাঠিয়েছেন ডাক্তারি পড়তে, চরম বিপাকে রায়গঞ্জের ডাক্তারি পড়ুয়ার অভিভাবকেরা
নিজস্ব সংবাদদাতা : ছেলেমেয়েদের বাংলাদেশে ডাক্তারি পড়াতে পাঠিয়ে বিপাকে পড়েছেন রায়গঞ্জের বেশ কয়েকজন অভিভাবক। কেউ সন্তানকে নিয়ে এসেছেন, আবার কেউ কী করবেন বুঝতে পারছেন না। কারণ, তাদের নিয়ে চলে আসলে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। রায়গঞ্জের দেশবন্ধুপাড়ার এক ছাত্র বগুড়ায় একটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষে পড়ছে। কয়েকদিন আগে তাকে তার বাবা ফেরত নিয়ে আসেন। অন্যদিকে, কুমারডাঙির আরেক তরুণী সিরাজগঞ্জের একটি মেডিকেল কলেজের পড়ুয়া। এ’বছরই সে ভর্তি হয়েছে। তার বাবার বক্তব্য, ‘দুশ্চিন্তার মধ্যে আছি। কখন কী হয়। যোগাযোগ রাখছি, খোঁজখবর নিয়েছি। রায়গঞ্জের বেশ কয়েকজন পড়ুয়া ওখানে আছে।’
এদিকে সেখান থেকে ফিরে আসা আরেক ছাত্র অলোক ঘোষের বাবা অপূর্ব ঘোষের বক্তব্যে আরও পরিষ্কার পরিস্থিতির ভয়াবহতা। বগুড়া মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অলোক ঘোষ। তার বাবা অপূর্ব ঘোষ বলেন, ‘প্রাণনাশের ভয়ে ছেলেকে নিয়ে রায়গঞ্জের বাড়িতে চলে এসেছি। বাংলাদেশে যা অবস্থা, আর ওই দেশে ফিরে ছেলের ডাক্তারি পড়া সম্ভব নয়। নতুন বছরের ফেব্রুয়ারিতে মেডিকেলের দ্বিতীয় বর্ষের পরীক্ষাও আছে । কিন্তু কয়েক মাস ধরে পরিস্থিতি চরম উত্তপ্ত। তাই বাড়িতে নিয়ে এসেছি।