বাংলাকে কোনো টাকা নয় ‘২৪-এর নির্বাচন পর্যন্ত ’, মুখ্যমন্ত্রী নজিরবিহীন ‘চক্রান্ত’ ফাঁস করলেন কেন্দ্রকে দায়ী করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ তুললেন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে । মুখ্যমন্ত্রী সরকারি সভা থেকে ফের বোমা ফাটালেন শুক্রবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর । মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নজিরবিহীন অভিযোগকে তুমুল কটাক্ষ করেছে বিজেপিও।

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নদী ভাঙনের কবলে পড়া এলাকা পরিদর্শনে। পরিদর্শন শেষে সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের তরফে ১০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন সামশেরগঞ্জের ভাঙন রোধে । এরই পাশাপাশি নিরাপদ স্থানে সরে যেতে আবেদন করেছেন গঙ্গা পাড়ে বসবাসকারী পরিবারগুলিকে । এরপরেই এদিন ফের একবার মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চরম বঞ্চনার অভিযোগ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা আটকে রেখেছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন ।

এদিকে কেন্দ্রের শাসকদল বিজেপিকে বিঁধে মুখ্যমন্ত্রীর আরও তোপ, “ওরা হিংসা, কুৎসা নিয়ে মাথা ঘামায়। কেন্দ্রের কাছে রাজ্যের ৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে । চব্বিশের ভোট পর্যন্ত বাংলাকে টাকা দেবে না বলছে। বাংলা বিজেপির বিরুদ্ধে লড়াই করে বলেই টাকা না দেওয়ার ছক।”

এরই পাশাপাশি এদিন ফের একবার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিয়েও মুখ খুলেছেন । বিজেপি রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে বলে আবারও অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এপ্রসঙ্গে গেরুয়া দলকে তুলোধনা করে মুখ্যমন্ত্রী বলেন, “কথায়-কথায় ইডি, সিবিআই পাঠাচ্ছে। অফিসাররা যদি বলেন কিছুই তো পেলাম না। ওরা বলে ধামাকা কর দো। আরে ভাই রাম কা নাম বদনাম মত করো। এজেন্সি দিয়ে কিছু করতে পারবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *