জগদীপ ধনকড়ের ইস্তফা রাজ্যপাল পদ থেকে, কে হলেন বাংলার পরবর্তী রাজ্যপাল ? জেনে নিন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ সোমবার রাষ্ট্রপতি নির্বাচন। এর আগেই গত শনিবার উপরাষ্ট্রপতি পদে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করা হয়েছিল এনডিএ-র প্রার্থী হিসেবে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রবিবারই ধনকড় নিজের ইস্তফা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন। সেই ইস্তফাপত্র গ্রহণের পরই মণিপুরে রাজ্যপাল লা গণেশনকে বাংলায় রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ফলে মণিপুরের পাশাপাশি লা গণেশন রাজ্যপালের দায়িত্ব পালন করবেন পশ্চিমবঙ্গেও। জানা গেছে যতদিন না বাংলায় পরবর্তী রাজ্যপাল মনোনীত হচ্ছে ততদিন লা গণেশনই মণিপুরের পাশাপাশি বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন বলেই । সূত্রের খবর, আজ সোমবারই ধনকড় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন। তাই তাঁর জায়গায় বাংলায় রাজ্যপাল হিসেবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লা গণেশনকেই অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন বলেই জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *