জমি থেকে তৃণমূলের বুথ সভাপতির দেহ উদ্ধার হল কোচবিহারে, রহস্য এমনকি মৃত্যুর কারণ ঘিরে
বেস্ট কলকাতা নিউজ : তৃণমূলের বুথ সভাপতির দেহ উদ্ধার হল জমি থেকে । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা ১ ব্লকের দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয়খণ্ড ভাংনী গ্রামে । মৃতের নাম ফটিক মণ্ডল। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ওই ব্যক্তি উপুড় হয়ে পড়েছিলেন শনের আখড়া বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি কৃষি জমিতে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান তা দেখে । সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে । পরে দিনহাটা থানার পুলিশ পৌঁছে ময়নাতদন্তে পাঠায় দেহ উদ্ধার করে।
স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সন্তোষ বর্মন বলেছেন, ফটিক দীর্ঘদিন বুথ সভাপতির দায়িত্ব সামলেছেন। তার এই অকাল প্রয়াণে সংগঠনের বিশাল ক্ষতি হল। কীভাবে তার মৃত্যু হয়েছে, পুলিশ তা খতিয়ে দেখুক। প্রশ্ন উঠছে কীভাবে তিনি মারা গেলেন? যদি তাকে খুন করা হয় কে বা কারা তাহলে এই খুন করল ? উদ্দেশ্যই বা কী ছিল? পুলিশ ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করছে । কারণ মৃত্যুর আসল কারণ তার পরেই তারা জানতে পারবেন।